চন্দ্রবাবু নেমে এসে ইন্সপেক্টরকে নিয়ে বৈঠকখানায় ঢুকলেন। পাহারাওয়ালার হাত থেকে ব্রিফকেসটা নিয়ে ইন্সপেক্টর বললেন, চন্দ্রবাবু, আপনাদের গোবিন্দ যে চোরটাকে ধরেছে, সে হচ্ছে একজন সাংঘাতিক লোক। ছমাস আগে কলকাতার একটি বিখ্যাত ব্যাংক থেকে সে প্রায় পঞ্চান্ন হাজার টাকা চুরি করে নিরুদ্দেশ হয়েছিল। পুলিশ কিছুতেই তার খোঁজ পাচ্ছিল না। এতদিন পরে সে...
আরো পড়ুন
চন্দ্রবাবু নেমে এসে ইন্সপেক্টরকে নিয়ে বৈঠকখানায় ঢুকলেন। পাহারাওয়ালার হাত থেকে ব্রিফকেসটা নিয়ে ইন্সপেক্টর বললেন, চন্দ্রবাবু, আপনাদের গোবিন্দ যে চোরটাকে ধরেছে, সে হচ্ছে একজন সাংঘাতিক লোক। ছমাস আগে কলকাতার একটি বিখ্যাত ব্যাংক থেকে সে প্রায় পঞ্চান্ন হাজার টাকা চুরি করে নিরুদ্দেশ হয়েছিল। পুলিশ কিছুতেই তার খোঁজ পাচ্ছিল না। এতদিন পরে সে ধরা পড়ল। তার জিনিসপত্র খানাতল্লাশ করে পঞ্চাশ হাজার টাকা আমরা উদ্ধার করতে পেরেছি।
নমিতা গালে হাত দিয়ে বলল, ওমা!
―তিন মাস আগে ব্যাংকের কর্তৃপক্ষ ঘোষণা করেছিলেন, যে এই চোরকে ধরে দিতে পারবে তাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে। গোবিন্দ, চোর ধরেছ তুমি, সুতরাং ব্যাংক থেকে তোমার নামেই পাঁচ হাজার টাকার একখানা চেক এসেছিল। ডেপুটি কমিশনারের হুকুমে সেই ‘চেক’-ভাঙানি টাকা আমি তোমাকে দিতে এসেছি। চন্দ্রবাবু, আপনি গোবিন্দের হয়ে অনুগ্রহ করে আমাকে একখানা রসিদ লিখে দিন।
কম দেখান