'বেজে ওঠে পঞ্চমে স্বর' উপন্যাসটি পরিবার-ভালোবাসা-বন্ধুত্বের গল্প।
ব্যথা-বিনিদ্রা-বিবশতা-বিহ্ববলতা, ব্যাকুলতা, বিরহ ও বিচ্ছেদের গল্প যেখানে চরিত্রগুলোর কারো পরিবার ভেঙে যাচ্ছে, আবার কেউ দেখছে নতুন জীবনের স্বপ্ন। কেউ আত্মহত্যার চেষ্টায় রত, তো কেউ আবার প্রতি রাতে এক একটি আত্মহত্যা স্থগিত করে রাখছে নিজেকে তিলে তিলে ক্ষয়ে। এখানে সকলের জীবনই পরস্পর থেকে বৈচিত্র্যময় অথচ...
আরো পড়ুন
'বেজে ওঠে পঞ্চমে স্বর' উপন্যাসটি পরিবার-ভালোবাসা-বন্ধুত্বের গল্প।
ব্যথা-বিনিদ্রা-বিবশতা-বিহ্ববলতা, ব্যাকুলতা, বিরহ ও বিচ্ছেদের গল্প যেখানে চরিত্রগুলোর কারো পরিবার ভেঙে যাচ্ছে, আবার কেউ দেখছে নতুন জীবনের স্বপ্ন। কেউ আত্মহত্যার চেষ্টায় রত, তো কেউ আবার প্রতি রাতে এক একটি আত্মহত্যা স্থগিত করে রাখছে নিজেকে তিলে তিলে ক্ষয়ে। এখানে সকলের জীবনই পরস্পর থেকে বৈচিত্র্যময় অথচ প্রত্যেকের জীবনই যেন এক সুরে বাঁধা। সেই সুর বেজে চলেছে পঞ্চমতম স্বরে। কার জীবনের সুর উচ্চাঙ্গ পঞ্চমে বাজছে আর কারটা মন্দ্র পঞ্চমে তা নির্ধারণ করার দায়িত্ব পাঠকের কাঁধে তুলে দিলাম।
কম দেখান