একটি বড় প্রবন্ধের আকারে বইটি লিখিত। অবশ্য সমাপনী টীকা ও তথ্যনির্দেশ বরাবরের মতোই। বইতে বলা হয়েছে, ১৯৩৫-এর ভারতশাসন আইন অনুযায়ী প্রথম প্রাদেশিক স্বায়ত্তশাসনের যাত্রা শুরু। এই আইনের অধীনে অবিভক্ত বাংলায় আইনসভা তৈরি হয়;
এই আইনসভা ব্যবস্থাপক সভা নামে পরিচিত হয়। সদস্যবৃন্দ লাভ করেন প্রদেশ শাসনের সীমিত ক্ষমতা। ক্ষমতার ব্যবহারে সদস্যবৃন্দ কেমন...
আরো পড়ুন
একটি বড় প্রবন্ধের আকারে বইটি লিখিত। অবশ্য সমাপনী টীকা ও তথ্যনির্দেশ বরাবরের মতোই। বইতে বলা হয়েছে, ১৯৩৫-এর ভারতশাসন আইন অনুযায়ী প্রথম প্রাদেশিক স্বায়ত্তশাসনের যাত্রা শুরু। এই আইনের অধীনে অবিভক্ত বাংলায় আইনসভা তৈরি হয়;
এই আইনসভা ব্যবস্থাপক সভা নামে পরিচিত হয়। সদস্যবৃন্দ লাভ করেন প্রদেশ শাসনের সীমিত ক্ষমতা। ক্ষমতার ব্যবহারে সদস্যবৃন্দ কেমন ভূমিকা পালন করেন, তা আলোচিত হয়েছে। ১৯৩৭ থেকে ১৯৪৩ সময়-পর্বে চিত্রিত হয়েছে বাংলার সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা।
কম দেখান