রঞ্জু সোনা, চলো। বাবা রঞ্জুকে কাছে ডাকলেন। ছুটে গিয়ে বাবার হাত ধরল রঞ্জু। আমোদের সাথে এগোতে লাগল। হঠাৎ একটা বড়োসড়ো আয়নার সামনে এসে দাঁড়াল। বাবা বলল, 'চলো সোনা ভেতরে যাই।' অবাক হয়ে রঞ্জু বলল, 'কীভাবে বাবা?' বলে বিশ্বাসভরা চোখে বাবার দিকে তাকাল রঞ্জু। বাবার মুখে একটা পৈশাচিক হাসি দেখে ওর...
আরো পড়ুন
রঞ্জু সোনা, চলো। বাবা রঞ্জুকে কাছে ডাকলেন। ছুটে গিয়ে বাবার হাত ধরল রঞ্জু। আমোদের সাথে এগোতে লাগল। হঠাৎ একটা বড়োসড়ো আয়নার সামনে এসে দাঁড়াল। বাবা বলল, 'চলো সোনা ভেতরে যাই।' অবাক হয়ে রঞ্জু বলল, 'কীভাবে বাবা?' বলে বিশ্বাসভরা চোখে বাবার দিকে তাকাল রঞ্জু। বাবার মুখে একটা পৈশাচিক হাসি দেখে ওর বুকটা ছলাৎ করে উঠল। এ তো তাঁর পরিচিত সেই বাবা নয়। তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে...।
কম দেখান