আটলান্টিক থেকে এড্রিয়াটিক’ সাধারণ বিচারে একটি ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ। লেখক ২০১৬ সালে পশ্চিম ইউরোপের পাঁচটি দেশ ও নয়টি উল্লেখযোগ্য শহরে ভ্রমণ করেছিলেন। এরই সাবলীল ও অনবদ্য উপস্থাপনা এই গ্রন্থটি। তবে বইটির বিশেষত্ব আরেকটি দিকে। যেহেতু লেখক ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ের অধ্যাপক এবং ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বহুগ্রন্থের লেখক, তাই তিনি...
আরো পড়ুন
আটলান্টিক থেকে এড্রিয়াটিক’ সাধারণ বিচারে একটি ভ্রমণকাহিনী বিষয়ক গ্রন্থ। লেখক ২০১৬ সালে পশ্চিম ইউরোপের পাঁচটি দেশ ও নয়টি উল্লেখযোগ্য শহরে ভ্রমণ করেছিলেন। এরই সাবলীল ও অনবদ্য উপস্থাপনা এই গ্রন্থটি। তবে বইটির বিশেষত্ব আরেকটি দিকে। যেহেতু লেখক ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিষয়ের অধ্যাপক এবং ইতিহাস ও ঐতিহ্য বিষয়ক বহুগ্রন্থের লেখক, তাই তিনি একটি ছকবাঁধা ভ্রমণ কাহিনীতে আটকে থাকেননি। লেখকের বিশেষ মনোযোগ ছিল শহরগুলোর প্রত্নতাত্ত্বিক গুরুত্বপূর্ণ নিদর্শনসমূহ দেখার। শুরু থেকেই হয়তো লেখকের পরিকল্পনা ছিল তাঁর ভ্রমণ অভিজ্ঞতা গ্রন্থবদ্ধ করার। একারণে গ্রন্থটি পাঠ করলে বোঝা যায় পাঠককে সাথে নিয়েই লেখক ভ্রমণ করতে এবং প্রত্ননিদর্শনসমূহর ইতিহাস জানতে ও উপভোগ করতে চেয়েছেন।
এই গ্রন্থের বিন্যাসে সাবলীল বাক্যগঠন এবং সুনির্বাচিত শব্দচয়নে সতর্ক দৃষ্টি রয়েছে। ফলে পাঠক লেখকের সাথে সাথে মানসভ্রমণ করে যেমন ভ্রমণের আনন্দ পাবেন একই সাথে সংশ্লিষ্ট নানা নিদর্শনের ইতিহাস ও ঐতিহ্যের সাথে নিজেদের যুক্ত করতে পারবেন।
ভ্রমণের সূচনা হয়েছিল আটলান্টিক মহাসাগরের উপকূল ঘেঁষা পর্তুগাল থেকে। এরপর একে একে যাত্রা চলতে থাকে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম ও ইতালিতে। পর্তুগালের লিসবন ও পর্যটন নগরী ইভোরা থেকে স্পেনের মাদ্রিদ আর ঐতিহাসিক নগরী কর্ডোবা, অতঃপর প্যারিস, প্যারিস থেকে বেজিয়ামের ব্রাসেলস আর সবশেষে প্রাচীন বিশ্বসভ্যতার গুরুত্বপূর্ণ ইউরোপীয় কেন্দ্র ইতালি পর্যন্ত যাত্রা অব্যাহত ছিল। ইতালির রোম, এড্রিয়াটিক সমুদ্রের লেগুনে গড়ে ওঠা পানির শহর ভেনিস আর স্বপ্নের শহর ব্রেসসিয়া ভ্রমণের আদ্যপান্ত রয়েছে এই গ্রন্থে। এই গ্রন্থের বিন্যাস আর ভাষাগুণ এমন যে তা পাঠককে কখনো ক্লান্ত করবে না।
কম দেখান