বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
ঠাকুর পরিবারের সবচেয়ে মেধাবী সন্তান অবনীন্দ্রনাথ ঠাকুর । রবীন্দ্রনাথও তাঁর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। বাল্যকালের স্মৃতি তিনি লিখেছেন, অনেকটা রূপকথার রঙিন কল্পনায় ভর করে । অদ্ভুত সরস, প্রাণবন্ত ও রূপময় তাঁর ভাষা। সেসব বর্ণনা চলচ্চিত্রের মতো চলমান ছবি হয়ে উঠেছে।