জন্ম ফেনীর সোনাগাজীতে। লালমাটিয়া মহিলা কলেজ থেকে উচ্চমাধ্যমিক ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ থেকে বাংলা বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ থেকে এমফিল প্রথম পর্ব সম্পন্ন করার পর অধ্যাপক ড. মোহাম্মদ শাহেদের তত্ত্বাবধানে সম্পন্ন করেছেন পিএইচডি। পিএইচডি অভিসন্দর্ভের শিরোনাম: ‘শামসুদ্দীন আবুল কালামের কথাসাহিত্যে গ্রামীণ জীবনের রূপায়ণ’। শিক্ষকতা করেছেন যথাক্রমে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল এন্ড কলেজ, অগ্রণী স্কুল এন্ড কলেজ এবং হাবীবুল্লাহ বাহার কলেজে। বর্তমানে সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।