মো. আতাউর রহমান, ১৯৮২ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার নিয়াগোল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ মোঃ আব্দুর রহমান ও মাতার নাম আলহাজ সুমা বেগম। তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া ফয়জেআম মুন্সীবাজার মাদ্রাসা থেকে ছাত্রজীবন শুরু করে ২০০০ সালে জামিয়া মাদানিয়া আংগুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেট থেকে দাওরায়ে হাদিস এবং ২০০৪ সালে ইছামতি আলিয়া মাদ্রাসা, জকিগঞ্জ, সিলেট থেকে কৃতিত্বের সাথে কামিল (এমএ) ডিগ্রি অর্জন করেন। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ঢাকা দা’ওয়া থেকেও ইসলামিক স্টাডিজ বিভাগে সম্মিলিত মেধাতালিকায়...
আরো পড়ুন
মো. আতাউর রহমান, ১৯৮২ সালে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার নিয়াগোল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আলহাজ মোঃ আব্দুর রহমান ও মাতার নাম আলহাজ সুমা বেগম। তিনি জকিগঞ্জের জামিয়া ইসলামিয়া ফয়জেআম মুন্সীবাজার মাদ্রাসা থেকে ছাত্রজীবন শুরু করে ২০০০ সালে জামিয়া মাদানিয়া আংগুরা মুহাম্মদপুর, বিয়ানীবাজার, সিলেট থেকে দাওরায়ে হাদিস এবং ২০০৪ সালে ইছামতি আলিয়া মাদ্রাসা, জকিগঞ্জ, সিলেট থেকে কৃতিত্বের সাথে কামিল (এমএ) ডিগ্রি অর্জন করেন। তিনি দারুল ইহসান বিশ্ববিদ্যালয়, ঢাকা দা’ওয়া থেকেও ইসলামিক স্টাডিজ বিভাগে সম্মিলিত মেধাতালিকায় প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করে ২০০৫ সালে স্নাতক (সম্মান) ও ২০০৬ সালে এমএ ডিগ্রি অর্জন করে একই বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামিক স্টাডিজ বিষয়ের প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন।
বর্তমানে তিনি কাতারে বাংলাদেশ দূতাবাস-এ প্রধান অনুবাদক ও পাবলিক রিলেসন্স অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইসলামিক থট্সসহ দেশে-বিদেশে বিভিন্ন সংস্থা কর্তৃক তাঁর বহু গ্রন্থ, প্রবন্ধ ও অনুবাদগ্রন্থ প্রকাশ হয়েছে।
কম দেখান