লতা ওসমানী
লতা ওসমানী অর্থনীতিতে উচ্চ শিক্ষা লাভ করে বহুবছর বিলেতের বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনার কাজ করেছেন। এ'ছাড়া তিনি কিছুদিন ঢাকাতেও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে এবং নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং প্রফেসর হিসেবে অধ্যাপনা করেন। অর্থনীতির উপর তাঁর বেশ কিছু লেখা ছাপা হলেও সাহিত্যের জগত তাঁকে বরাবরই আকর্ষন করেছে বেশী। ছোটবেলা থেকেই তাঁর লেখার সখ-সে ছড়া, কবিতা বা প্রবন্ধ যা কিছুই হোক না কেন। লেখার ভাষাটিও বাংলাই হোক কিংবা ইংরেজি। 'হেমন্তের বর্ণছটা' লেখিকার তৃতীয় বাংলা কবিতার বই।