বুকশপারে আপনাকে স্বাগতম!!

+88 01577230233


এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ

এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ

এখলাসউদ্দিন আহমদ জন্ম ১৯৪০ ভারতের কলকাতায়। বর্তমানে বাংলাদেশে বসবাস করেন। একসময়ে কিশোরদের জন্যে মাসিক পত্রিকা 'টাপুরটুপুর' সম্পাদনা করে সাড়া জাগিয়েছিলেন। শিশুসাহিত্যই তাঁর বিচরণের একমাত্র ক্ষেত্র। ১৯৬২ সালে পশ্চিমবঙ্গ যুব উৎসব পুরস্কার, ১৯৭১ সালে বাংলা একাডেমী পুরস্কার ১৯৮৩ সালে আলাওল সাহিত্য পুরস্কার, ১৯৮৬ সালে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, ১৯৯৯ সালে শিশু একাডেমী পুরস্কার ও একুশে পদক পেয়েছেন। এক যে ছিল নেংটি, হঠাৎ রাজার খামখেয়ালী, কাটুম কুটুম, ফিরে দেখা, ছোট্ট রঙিন পাখি ইত্যাদি তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।

এখ্‌লাসউদ্দিন আহ্‌মদ এর বইসমূহ