মাহাথির মাহমুদ অন্তিক, যাকে সবাই অন্তিক মাহমুদ নামে চিনে, তার পরিচয় তিনি একজন কার্টুনিস্ট, টু-ডি এনিমেটর এবং ইউটিউবার। নিজের জীবনে ঘটে যাওয়া গল্প মজার ছলে বলে মানুষকে সামান্য বিনোদন দেয়াই তার উদ্দেশ্য।
তিনি কারটুন পিপল, প্রথম আলো এবং টেন মিনিট স্কুল এর সাথে কাজ করে, বর্তমানে নিজের এনিমেশন স্টুডিওতে কাজ করছেন।
বিভিন্ন সৃজনশীল বিষয় নিয়ে এক্সপেরিমেন্ট করাই তার নেশা এবং বলতে গেলে পেশাও।