হঠাৎ করে এমন হলো কেন? এমন তো আমাদের হওয়ার কথা ছিল না। কি করে স্বপ্ন ভেজা সুন্দর দিনগুলোকে আমরা ভুলে গেলাম? কেন আমরা আর আমাদের থাকতে পারলাম না? তোমার মনে আছে দ্বীপ? সেদিন ছিল ভরা বর্ষা। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। অদ্ভুত রং ধরেছিল প্রকৃতিতে। আমি ক্লাসের জন্য ঢাকা মেডিক্যাল...
আরো পড়ুন
হঠাৎ করে এমন হলো কেন? এমন তো আমাদের হওয়ার কথা ছিল না। কি করে স্বপ্ন ভেজা সুন্দর দিনগুলোকে আমরা ভুলে গেলাম? কেন আমরা আর আমাদের থাকতে পারলাম না? তোমার মনে আছে দ্বীপ? সেদিন ছিল ভরা বর্ষা। সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছিল। অদ্ভুত রং ধরেছিল প্রকৃতিতে। আমি ক্লাসের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের গেটে যেতেই তোমার ফোন বেজে উঠল। তোমার সে কি অস্থিরতা- মোহিনী তুমি কোথায়? এখনই ডাকসু ভবনের কাছে চলে এসো।
জরুরি। ক্লাস করা হলো না, চলে গেলাম তোমার কাছে। গিয়ে তো আমি অবাক! ডাকসু ভবনের পাশে রিকসা ঠিক করে তুমি সিঁড়িতে বসে তাকিয়ে আছ লাইব্রেরির দিকে, কখন আমি আসব। আমাকে দেখেই রিকসায় উঠে আমার কাছাকাছি এসেই জোর করে আমাকে টেনে নিয়ে রিকসায় তুমি রওনা দিয়েছিলে। বলেছিলাম- কোথায় যাব? তুমি নিরুত্তর, অন্ধকার হয়ে এসেছে আকাশ। অভিমানভরা আকাশ যখন প্রবল বর্ষণে প্রকৃতির উপর আছড়ে পড়েছে।
কম দেখান