ডাক্তারদের বদনামের শেষ নেই। ডাক্তারদের বিত্ত-বৈভব নিয়ে আলোচনা রূপকথার পর্যায়ে পৌঁছে গেছে। শহরে থাকা গুটিকয় সিনিয়র অধ্যাপকের বাড়ি গাড়ি দেখে সাধারণের ধারণা হয়ে গেছে বাকিদেরও একই অবস্থা। বাস্তব চিত্র হচ্ছে নবীন ডাক্তারদের জন্য এই পেশায় টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। br> সবচেয়ে দীর্ঘ সময়ের স্নাতক ডিগ্রি হচ্ছে এমবিবিএস। তাতেই শেষ...
আরো পড়ুন
ডাক্তারদের বদনামের শেষ নেই। ডাক্তারদের বিত্ত-বৈভব নিয়ে আলোচনা রূপকথার পর্যায়ে পৌঁছে গেছে। শহরে থাকা গুটিকয় সিনিয়র অধ্যাপকের বাড়ি গাড়ি দেখে সাধারণের ধারণা হয়ে গেছে বাকিদেরও একই অবস্থা। বাস্তব চিত্র হচ্ছে নবীন ডাক্তারদের জন্য এই পেশায় টিকে থাকাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। br> সবচেয়ে দীর্ঘ সময়ের স্নাতক ডিগ্রি হচ্ছে এমবিবিএস। তাতেই শেষ না। জান প্রাণ দিয়ে স্নাতকোত্তর ডিগ্রি করতে না পারাদের কপালে জোটে ‘সিম্পল এমবিবিএস’ তকমা। মানে প্র্যাকটিস নেই। সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও সড়ক দূর্ঘটনার ঝুঁকি মাথায় নিয়ে মফস্বল শহরগুলোতে গিয়ে বাধ্যতামূলক প্র্যাকটিস করার কষ্ট কজন জানেন! br> জানেন না বলেই এই মুহূর্তে পেশা হিসেবে সবচাইতে আক্রমণের মুখে ডাক্তাররা। অবলীলায় হামলা হচ্ছে ডাক্তারদের উপর। জনপ্রতিনিধি, মন্ত্রীদের সফট টার্গেট ডাক্তারেরা। চিকিৎসায় ভুল ধরতে এখন আর ডাক্তারিবিদ্যা জানতে হয় না। লোকজন ডাক্তারের চেয়ে ফার্মেসিতে বসা লোকের পরামর্শ বেশি বিশ্বাস করে ঔষধ কিনে খায়। বাংলাদেশে ডাক্তার নয় এমন লোকজন নামের আগে ডাক্তার লিখে রোগী দেখে। যে দেশে সবাই সর্বরোগের চিকিৎসা দিতে পারে সে দেশে ডাক্তাররা নিগৃহীত হবে তাতে অবাক হওয়ার আসলে কিছু নেই। ছড়াগ্রন্থ ডাক্তার তুই পালিয়ে যা বিভিন্ন সময়ে ডাক্তারদের প্রতি বিদ্বেষমূলক আচরণের প্রামাণ্য দলিল।
কম দেখান