বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
“চলে যায় বসন্তের দিন।” কী অদ্ভূত কথা! বসন্তের দিন কেন চলে যাবে? কোনো কিছুই তো চলে যায় না। এক বসন্ত যায়, আরেক বসন্ত আসে। স্বপ্ন চলে যায়, আবারো ফিরে আসে। আমি হিমু! আমি কেন বলব- ‘চলে যায় বসন্তের দিন।’ আমার মধ্যে কি কোনো সমস্যা হয়েছে? সী সেই সমস্যা?