সুতা থাকলেই যেমন কাপড় হয় না তেমনি কাপড় থাকলেই পোশাক হয় না। সুতা প্রসেসিং করেই কাপড় হয় তেমনি ভাষা। ভাষা সুন্দর, শুদ্ধ ও শৃঙ্খলভাবে ব্যবহার করতে হয়। ভাষার প্রয়োগ-অপপ্রয়োগ আগেও ছিল এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। তখনো ভাষার শুদ্ধ প্রয়োগ-প্রচারে সচেষ্ট ছিল এখনো আছে। অনেকেই বিরূপ মন্তব্য করেন ব্যাকরণে দিয়ে ভাষাকে...
আরো পড়ুন
সুতা থাকলেই যেমন কাপড় হয় না তেমনি কাপড় থাকলেই পোশাক হয় না। সুতা প্রসেসিং করেই কাপড় হয় তেমনি ভাষা। ভাষা সুন্দর, শুদ্ধ ও শৃঙ্খলভাবে ব্যবহার করতে হয়। ভাষার প্রয়োগ-অপপ্রয়োগ আগেও ছিল এখনো আছে। ভবিষ্যতেও থাকবে। তখনো ভাষার শুদ্ধ প্রয়োগ-প্রচারে সচেষ্ট ছিল এখনো আছে। অনেকেই বিরূপ মন্তব্য করেন ব্যাকরণে দিয়ে ভাষাকে দড়ি দেওয়ার অপচেষ্টা করা হচ্ছে। সত্যি কী অপচেষ্টা! ভাষাকে সুন্দর, শুদ্ধ, মার্জিত ও শৃঙ্খলাবদ্ধ করা ব্যাকরণের কাজ- দড়ি দেওয়া নয়। সামান্য অসচেতনতায় ব্যাকরণগত ভুল ব্যবহারের কারণে ভাষাকে করা হয় অশুদ্ধ। ব্যাকরণের ভুল ব্যবহার করে ভাষার অপপ্রয়োগ ঘটানো হয় কথায় ও অর্থে। ভাষা অপপ্রয়োগের কারণে ভাষার সঠিক অর্থ বুঝতেও অসুবিধা হয়।
কম দেখান