বাক্য নিয়ে গঠিত হয় ভাষা। বাক্যে, শব্দের পারস্পরিক অবস্থান কেমন হবে, কোনটি কখন কোথায়, কেন ফাক রেখে বসবে এবং কোনটি সেঁটে বসবে—এ জ্ঞান যদি লেখকের না থাকে, তাহলে তা ব্যক্তি জীবনের আচরণের মতাে। অশুদ্ধ হয়ে উঠতে পারে। আমি পাব না’ শব্দকে যদি বলা হয়, “আমি পাবনা”; “সে চালনা” বাক্যকে যদি...
আরো পড়ুন
বাক্য নিয়ে গঠিত হয় ভাষা। বাক্যে, শব্দের পারস্পরিক অবস্থান কেমন হবে, কোনটি কখন কোথায়, কেন ফাক রেখে বসবে এবং কোনটি সেঁটে বসবে—এ জ্ঞান যদি লেখকের না থাকে, তাহলে তা ব্যক্তি জীবনের আচরণের মতাে। অশুদ্ধ হয়ে উঠতে পারে। আমি পাব না’ শব্দকে যদি বলা হয়, “আমি পাবনা”; “সে চালনা” বাক্যকে যদি সে চাল না” লেখা হয় তাহলে অর্থে অনর্থ ঘটিয়ে পুরাে বিষয়টিকে হাস্যকর করাে তােলে। তাই বাক্যে কোন শব্দ বা কোন। চিহ্নটি কোথায় ফাক রেখে বসবে কিংবা কোথায় সেঁটে বসবে, তা নির্ধারণে যদি ব্যাকরণিক রীতি অনুসরণ করা না হয়, তাহলে লেখা হয়ে যাতে পারে ভয়ঙ্কর। এ গ্রন্থে লেখকের মূল্যবান অভিমত সাহিত্য রসের মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপন করা হয়েছে।
কম দেখান