আদেল পারভেজ বলেন সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ। আমি কোনোদিন নাম, খ্যাতি, বয়স, জন্মসময় বিবিধের ভীড়ে হারাতে চাইনি। লেখার আনন্দে লেখি। সৃষ্টিসুখের সন্ধ্যানে লেখি। খুব ছোট থেকেই লেখকের বই পড়ার নেশা ছিলো। লেখকের লেখালেখি শুরু হয় কবিতা দিয়ে। তারপর আর থেমে থাকতে হয়নি। নিয়ম করে প্রতিনিয়ত লিখছেন। আমৃত্যু সাধ্য থাকা পর্যন্ত লিখে যাবেন। লেখক বরাবরই বাস্তবতায় বিশ্বাসী। তাই তাঁর দুচোখের সামনে ঘটে যাওয়া নানান ঘটনাগুলোকেই লেখার মাধ্যমে তুলে ধরছেন। লেখক এক এক করে লিখেছেন — ‘অম্পূর্ণ সত্তা, ‘ট্রাফিক জ্যাম,...
আরো পড়ুন
আদেল পারভেজ বলেন সবচেয়ে বড় পরিচয় আমি একজন মানুষ। আমি কোনোদিন নাম, খ্যাতি, বয়স, জন্মসময় বিবিধের ভীড়ে হারাতে চাইনি। লেখার আনন্দে লেখি। সৃষ্টিসুখের সন্ধ্যানে লেখি। খুব ছোট থেকেই লেখকের বই পড়ার নেশা ছিলো। লেখকের লেখালেখি শুরু হয় কবিতা দিয়ে। তারপর আর থেমে থাকতে হয়নি। নিয়ম করে প্রতিনিয়ত লিখছেন। আমৃত্যু সাধ্য থাকা পর্যন্ত লিখে যাবেন। লেখক বরাবরই বাস্তবতায় বিশ্বাসী। তাই তাঁর দুচোখের সামনে ঘটে যাওয়া নানান ঘটনাগুলোকেই লেখার মাধ্যমে তুলে ধরছেন। লেখক এক এক করে লিখেছেন — ‘অম্পূর্ণ সত্তা, ‘ট্রাফিক জ্যাম, ‘আশারীন' এর মতো পাঠকপ্রিয় উপন্যাস। 'আশারীন' উপন্যাসটি বর্তমানে পাঠক মহলে ব্যাপক সারা ফেলেছে। কবি ও ঔপন্যাসিক আদেল পারভেজ-এর জন্য আমাদের অনেক ভালোবাসা ও শুভ কামনা রইলো। তাঁর জন্ম ১৯৮৯ সালের ০৯ই নভেম্বর। নারায়ণগঞ্জ জেলার, রূপগঞ্জ থানার গোলাকান্দাইল বিজয়নগর গ্রামে।
কম দেখান