ভূতের জন্মদিন বলে কথা! ভূতের জন্মদিনে কেউ কি কখনাে নিমন্ত্রণ পেয়েছে? কেউ কি বলতে পারবে ভূতরা কেমন করে জন্মদিন পালন করে? জন্মদিনে ভূতরা কেক কাটে কি-না? কেক কাটলেও সেটা কিসের তৈরি কেক? টিপু ও টুটুল দুই বন্ধু। একই ক্লাসে পড়ে দুজন। হঠাৎ একদিন বাচ্চা ভূতের খোজ পায় টিপু। তারপর বন্ধু...
আরো পড়ুন
ভূতের জন্মদিন বলে কথা! ভূতের জন্মদিনে কেউ কি কখনাে নিমন্ত্রণ পেয়েছে? কেউ কি বলতে পারবে ভূতরা কেমন করে জন্মদিন পালন করে? জন্মদিনে ভূতরা কেক কাটে কি-না? কেক কাটলেও সেটা কিসের তৈরি কেক? টিপু ও টুটুল দুই বন্ধু। একই ক্লাসে পড়ে দুজন। হঠাৎ একদিন বাচ্চা ভূতের খোজ পায় টিপু। তারপর বন্ধু টুটুলকে বাচ্চা ভূতের খবর জানায়। এদিকে বাচ্চা ভূতের সামনে জন্মদিন। টিপুকে নিমন্ত্রণ করা হয় বাচ্চা ভূতের জন্মদিনে। এরপর টুটুলকেও নিমন্ত্রণ জানানাে হয়। টিপু ও টুটুল মহাখুশি! ভূতের জন্মদিনে যাবে ওরা! সত্যি সত্যি কি শেষ পর্যন্ত ভূতের জন্মদিনে যেতে পেরেছিল টিপু ও টুটুল? জানতে হলে পড়তে হবে ভূতের জন্মদিন উপন্যাসটি।
কম দেখান