জানি, এই জনমের মিষ্টি-মেয়ে মেঘবতী আর উড়নচণ্ডী-ছেলে রােদুর; পরের জন্মে ‘নিশিকাব্য আর জোছনা' নামে জন্মাবে। কেউ ওদের চিনলেও, ঢাকা নামের এই মহানগরী ওদের ঠিকই চিনে ফেলবে রাজতিলক দেখে। তারপর! তারপর আর কী?
সেই চুপে চুপে নদীর ধার। সেই হাতে-হাত, চোখে-চোখ, অশ্লীল অভিসার। এরপর লােক সমাজের মুখে কলঙ্ক লেপন। এরপর সমালােচকদের লেখায়।...
আরো পড়ুন
জানি, এই জনমের মিষ্টি-মেয়ে মেঘবতী আর উড়নচণ্ডী-ছেলে রােদুর; পরের জন্মে ‘নিশিকাব্য আর জোছনা' নামে জন্মাবে। কেউ ওদের চিনলেও, ঢাকা নামের এই মহানগরী ওদের ঠিকই চিনে ফেলবে রাজতিলক দেখে। তারপর! তারপর আর কী?
সেই চুপে চুপে নদীর ধার। সেই হাতে-হাত, চোখে-চোখ, অশ্লীল অভিসার। এরপর লােক সমাজের মুখে কলঙ্ক লেপন। এরপর সমালােচকদের লেখায়। গালাগালি, মুখােশ উন্মােচন। এরপর...
তাই বলে কি ভালােবাসা-বাসি বন্ধ থাকবে! তাই বলে কি কাছে আসা-আসি দূরে চলে যাবে! উহু! একদম না। একদম না।
তুমি ছিলে, তুমি আসবে।
তুমি আছাে, তুমি থাকবে।
তুমি রবে, আঁখিপল্লবে…
কম দেখান