একজন সাধারণ মানুষ যখন তার গন্তব্য অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়, তখন সে আর সাধারণ থাকে না।কি করে সাধারণ থাকতে পারে, সে তখন তার ভেতরের সত্ত্বার কাঙ্খিত পথই কেবল অনুসরণ করে।আর তখন গন্তব্য হয়ে যায় গৌন। 'পথ চলাতেই আনন্দ' শুরু হয়ে যায়।এ্যালকেমিষ্টের যে বালক, সে তো গন্তব্য অনুসন্ধান করে ধনী হওয়ার...
আরো পড়ুন
একজন সাধারণ মানুষ যখন তার গন্তব্য অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়, তখন সে আর সাধারণ থাকে না।কি করে সাধারণ থাকতে পারে, সে তখন তার ভেতরের সত্ত্বার কাঙ্খিত পথই কেবল অনুসরণ করে।আর তখন গন্তব্য হয়ে যায় গৌন। 'পথ চলাতেই আনন্দ' শুরু হয়ে যায়।এ্যালকেমিষ্টের যে বালক, সে তো গন্তব্য অনুসন্ধান করে ধনী হওয়ার জন্য, কিন্তু আসলে কি সে শুধু সম্পদ অনুসন্ধান করলো? নাকি সে নিজেকে আবিষ্কার করলো!নিজেকে আবিষ্কার করার পথ তো একেক জন মানুষের একেকটা। সেই পথে হাঁটতে গিয়ে হোঁচট খাওয়া, দ্বান্দ্বিকতায় ভোগা অনিবার্য। যে সেখানে প্রাথমিক বাধা অতিক্রম করতে পারে, ভাগ্য তখন হাত বাড়িয়ে সাহায্য করতে শুরু করে! পুরোটা যাত্রাপথ কি আসলে কো ইনসিডিন্সের খেলা? নাকি ঈশ্বর নিজে হাতে ধরে মেষপালক বালককে ভব দরিয়া পার করিয়ে দেয়? পাঠক স্বাধীনভাবে বিচার করতে পারে।পাঠক হিসেবে এই স্বাধীনতা পাওয়া আর তার যথেচ্ছ ব্যবহার করতে পারা, এবং নিজের বিশ্বাসের পথে পরিচালিত হওয়া একটা প্রাপ্তি।
কম দেখান