যেখানেই গুপ্তধন সেখানেই বিমল কুমার। দক্ষিণ আমেরিকার সূর্যনগরে গুপ্তধনের খোঁজে তারা বের হয়, অবশ্যই সোনার লোভে নয়, নেহাত অ্যাডভেঞ্চারের জন্য।এই অভিযানে বিমল, কুমার, রামহরি, বাঘা, বিনয়বাবু এদের সাথে যোগ দিয়েছিল ফিলিপ নামের এক বিদেশি ও বিনয়বাবুর একমাত্র মেয়ে মৃণু।
সেখানে গিয়ে প্রথম রাত্রে অমানুষিক প্রেত মানুষের দেখা পেয়ে তাদের চক্ষু স্থির...
আরো পড়ুন
যেখানেই গুপ্তধন সেখানেই বিমল কুমার। দক্ষিণ আমেরিকার সূর্যনগরে গুপ্তধনের খোঁজে তারা বের হয়, অবশ্যই সোনার লোভে নয়, নেহাত অ্যাডভেঞ্চারের জন্য।এই অভিযানে বিমল, কুমার, রামহরি, বাঘা, বিনয়বাবু এদের সাথে যোগ দিয়েছিল ফিলিপ নামের এক বিদেশি ও বিনয়বাবুর একমাত্র মেয়ে মৃণু।
সেখানে গিয়ে প্রথম রাত্রে অমানুষিক প্রেত মানুষের দেখা পেয়ে তাদের চক্ষু স্থির হয়ে যায়।এছাড়াও সেখানে তাদের এক অজানা শত্রুর উদয় হয় - কালো বাজ নামের এক লাল মানুষের। এর জন্যই মৃনু পড়ে যায় এক চরম বিপদে। শেষপর্যন্ত তারা সূর্য নগরে পৌঁছাতে পারলেও শত্রুর চোখে ফাঁকি দিয়ে কি নিজেদের প্রাণ বাঁচিয়ে ফিরতে পেরেছিলো সেবার? কি ঘটেছিলো সেই অভিযানে?
কম দেখান