জীবনে চলার পথ বন্ধুর এবং তাসের মতোই অনিশ্চিত। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে গিয়ে প্রতিনিয়ত হোঁচট খেতে হয়, বাধা পেরুতে হয়। তারপর- তারপর অসংখ্য সর্পিল চোরা গলিপথ পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে হয়। সেই গন্তব্যও সব সময় মধুর হয় না। আধুনিক সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে যে দূষিত রক্ত বহুকাল ধরে স্তুপীকৃত হয়েছে, সেই রক্ত প্রবাহে...
আরো পড়ুন
জীবনে চলার পথ বন্ধুর এবং তাসের মতোই অনিশ্চিত। কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছাতে গিয়ে প্রতিনিয়ত হোঁচট খেতে হয়, বাধা পেরুতে হয়। তারপর- তারপর অসংখ্য সর্পিল চোরা গলিপথ পেরিয়ে লক্ষ্যে পৌঁছাতে হয়। সেই গন্তব্যও সব সময় মধুর হয় না। আধুনিক সভ্যতার রন্ধ্রে রন্ধ্রে যে দূষিত রক্ত বহুকাল ধরে স্তুপীকৃত হয়েছে, সেই রক্ত প্রবাহে ছুটে চলে বিভ্রান্ত মানুষেরা। জীবন ও জীবিকার তাগিদেই কী শুধু তাদের এই ছুটে চলা? নাকি এর পেছনে দায়ী অতৃপ্ত পিপাসার্ত হৃদয়? আত্মগ্লানির সর্বশেষ স্তরে নেমে নিজেদের তুলে ধরার অসুস্থ প্রতিযোগিতার শেষ কোথায়? কেবল একমুঠো ভাতের জন্যই কি এই জীবন? মৃত্যুই তো জীবনের অনিবার্য সত্য। জীবনের দায় তো বেঁচে থাকায়, বেঁচে থাকার লড়াই-ই জীবন। অমৃতস্য পুত্ররা কখনো মরে না। তারা অনন্তকাল বেঁচে থাকে জন্ম-জন্মান্তরে!
কম দেখান