বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
কবি খোরশেদ বাহার সাহচর্যে এসেছিলেন কবি বেলাল চৌধুরীর। তাদের বয়সের পার্থক্য দুই যুগের বেশি হলেও গড়ে উঠেছিল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। কবিতা লেখা, বইমেলা এমনকি ব্যক্তিগত অঙ্গনেও ছিলেন একে অপরের নিকট আত্মীয়। কবি বেলার চৌধুরীর অসংখ্য স্মৃতিকে অবলম্বন করে কবি খোরশেদ বাহার লিখেছেন শার্টের আস্তিনে ভাঁজ করা নিঃসীম অন্ধকার নামক গ্রন্থটি।