ট্রাফিক জ্যামের কারণে প্রায় বিশ মিনিট ব্যস্ত রাস্তার ওপর গাড়িতে বসে আছেন ছোটকাকু। মেট্রোরেলের জন্য রাস্তায় খোড়াখুড়ির কাজ চলছে। রাস্তার মাঝ দিয়ে মেট্রোরেল চলে যাবে। তাই দুই পাশে অর্থাৎ ডানে বামে রাস্তার আকার আগের চেয়ে সরু হয়ে গেছে। মেট্রোরেলের কাজ যখন শেষ হয়ে যাবে তখন হয়তো রাস্তার এই দুরাবস্থা থাকবে...
আরো পড়ুন
ট্রাফিক জ্যামের কারণে প্রায় বিশ মিনিট ব্যস্ত রাস্তার ওপর গাড়িতে বসে আছেন ছোটকাকু। মেট্রোরেলের জন্য রাস্তায় খোড়াখুড়ির কাজ চলছে। রাস্তার মাঝ দিয়ে মেট্রোরেল চলে যাবে। তাই দুই পাশে অর্থাৎ ডানে বামে রাস্তার আকার আগের চেয়ে সরু হয়ে গেছে। মেট্রোরেলের কাজ যখন শেষ হয়ে যাবে তখন হয়তো রাস্তার এই দুরাবস্থা থাকবে না। মনে মনে এই সান্ত্বনাই খুঁজতে থাকলেন ছোটকাকু। কিন্তু মন থেকে বিরক্তভাবটা দূর করতে পারছেন না। যানজটের কারণে ঢাকা শহরের রাস্তায় প্রতিদিন হাজার মানুষের কর্মঘণ্টা বিনা কাজে ব্যয় হয়। যার ফলে অর্থনৈতিক ক্ষতি তো হচ্ছেই, পাশাপাশি মানুষের সহ্য ক্ষমতা কমে যাচ্ছে।
ছোটকাকু একবার ভাবলেন গাড়ি থেকে নেমে রাস্তায় হাঁটা ধরবেন। পরক্ষণেই মনে হলো কাজটা ঠিক হবে না। বাইরে প্রচণ্ড গরম। পাঁচ মিনিটের বেশি রাস্তায় হাঁটতে পারবেন না। কাজেই গাড়িতে বসে থাকাই ভালো, গাড়ির
কম দেখান