প্রতিটি দেশের রাজনীতি এখন বিশ্বরাজনীতির উথালপাথাল ঘটনার সঙ্গে জড়িত। জড়িত সমাজ ও রাষ্ট্রিক ব্যবস্থার সঙ্গে, তার অর্থনৈতিক ভালো-মন্দের সঙ্গে। বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতি আমাদের এক অবাঞ্ছিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এর দায় প্রধানত বিশ্ব পরাশক্তির। সত্যি বলতে কি গণতন্ত্র, জাতীয়তাবাদ, মানবিক চেতনা ইত্যাদি বিষয় নানামাত্রিক সমস্যায়...
আরো পড়ুন
প্রতিটি দেশের রাজনীতি এখন বিশ্বরাজনীতির উথালপাথাল ঘটনার সঙ্গে জড়িত। জড়িত সমাজ ও রাষ্ট্রিক ব্যবস্থার সঙ্গে, তার অর্থনৈতিক ভালো-মন্দের সঙ্গে। বিশ্বায়ন ও মুক্তবাজার অর্থনীতি আমাদের এক অবাঞ্ছিত পরিস্থিতির দিকে ঠেলে দিয়েছে। এর দায় প্রধানত বিশ্ব পরাশক্তির। সত্যি বলতে কি গণতন্ত্র, জাতীয়তাবাদ, মানবিক চেতনা ইত্যাদি বিষয় নানামাত্রিক সমস্যায় জেরবার।
ইতিমধ্যে বিশ্ব পরিসরে নয়া উপদ্রব ধর্মীয় মৌলবাদী অপতৎপরতা যার ঘাতক জঙ্গিরূপ বাংলাদেশের মাটি, এমন কি রাজপথ রক্তে ভিজিয়ে দিতে শুরু করেছে। একুশের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা সম্প্রদায়বাদ ও ধর্মীয় সংস্কৃতির চাপে অসহায় অবস্থায় দাঁড়ানো। এর বিরূপ প্রতিক্রিয়া সমাজের সুস্থ মূল্যবোধ রক্ষায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। সমাজে একধরনের অশান্তি-অস্থিরতা বিরাজ করছে।
এমন এক পরিস্থিতির বিচার ব্যাখ্যার চালচিত্র প্রকাশ পেয়েছে ‘রাজনীতির বিবিধ প্রসঙ্গ’ বইটিতে। যথাসাধ্য নিরপেক্ষ অবস্থান থেকে নিবন্ধগুলো লেখা। পাঠক এগুলোর সঙ্গে নিজ অভিজ্ঞতা মিলিয়ে নিতে পারবেন।
কম দেখান