শীতের সকালে মৃত মাছ ভেসে ওঠার মতো করে হাশেম ব্যাপারীর পুকুরে ভেসে উঠল একটা সাদা গেঞ্জি, সাদা লুঙ্গি পরা লাশ। সবুর চেয়ারম্যান পরপর একই স্বপ্ন তিনবার দেখলেন। হুজুর বলছেন, সে স্বপ্নে রয়েছে ভয়াবহ ইঙ্গিত। স্বপ্নটা কি প্রভাবিত করবে রূপা-নয়নের সম্পর্কটাকে? ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের আকাশ-বাতাস কাঁপিয়ে বিস্ফোরিত হলো ১৫০০ কেজি ওজনের...
আরো পড়ুন
শীতের সকালে মৃত মাছ ভেসে ওঠার মতো করে হাশেম ব্যাপারীর পুকুরে ভেসে উঠল একটা সাদা গেঞ্জি, সাদা লুঙ্গি পরা লাশ। সবুর চেয়ারম্যান পরপর একই স্বপ্ন তিনবার দেখলেন। হুজুর বলছেন, সে স্বপ্নে রয়েছে ভয়াবহ ইঙ্গিত। স্বপ্নটা কি প্রভাবিত করবে রূপা-নয়নের সম্পর্কটাকে? ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের আকাশ-বাতাস কাঁপিয়ে বিস্ফোরিত হলো ১৫০০ কেজি ওজনের একটা বোমা। যে বোমাটা বদলে দিল নয়নের জীবন। পাকিস্তানের মুজাফফরগড় জেলার পূর্বপ্রান্তের কটকটে হলুদ রঙের বাড়িটাতে ব্যাখ্যাতীতভাবে একের পর এক নেমে আসছে বিপর্যয়। আনোয়ার খান বুঝতে পারছেন সবই কিন্তু অলৌকিক শক্তিকে তিনি রুখবেন কী করে! আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন এই ঘটনাগুলো প্রকৃতপক্ষে একটি বৃক্ষেরই ডালপালা। যে বৃক্ষের মূল খুঁজতে যেতে হবে পঁচিশ বছর পিছনে। ১৯৭১ সালের সেই ঘটনারই ফল প্রবাহিত হচ্ছে বংশ পরম্পরায়। এই গল্পটা তাই পরম্পরার। ধন-সম্পত্তির পরম্পরা নয়। এ পরম্পরা কষ্টের, এ পরম্পরা দুঃখের। এ পরম্পরা দাগ বয়ে বেড়ানোর। শীতের সকালে মৃত মাছ ভেসে ওঠার মতো করে হাশেম ব্যাপারীর পুকুরে ভেসে উঠল একটা সাদা গেঞ্জি, সাদা লুঙ্গি পরা লাশ। সবুর চেয়ারম্যান পরপর একই স্বপ্ন তিনবার দেখলেন। হুজুর বলছেন, সে স্বপ্নে রয়েছে ভয়াবহ ইঙ্গিত। স্বপ্নটা কি প্রভাবিত করবে রূপা-নয়নের সম্পর্কটাকে? ইংল্যান্ডের ম্যানচেস্টার শহরের আকাশ-বাতাস কাঁপিয়ে বিস্ফোরিত হলো ১৫০০ কেজি ওজনের একটা বোমা। যে বোমাটা বদলে দিল নয়নের জীবন। পাকিস্তানের মুজাফফরগড় জেলার পূর্বপ্রান্তের কটকটে হলুদ রঙের বাড়িটাতে ব্যাখ্যাতীতভাবে একের পর এক নেমে আসছে বিপর্যয়। আনোয়ার খান বুঝতে পারছেন সবই কিন্তু অলৌকিক শক্তিকে তিনি রুখবেন কী করে! আপাতদৃষ্টিতে বিচ্ছিন্ন এই ঘটনাগুলো প্রকৃতপক্ষে একটি বৃক্ষেরই ডালপালা। যে বৃক্ষের মূল খুঁজতে যেতে হবে পঁচিশ বছর পিছনে। ১৯৭১ সালের সেই ঘটনারই ফল প্রবাহিত হচ্ছে বংশ পরম্পরায়। এই গল্পটা তাই পরম্পরার। ধন-সম্পত্তির পরম্পরা নয়। এ পরম্পরা কষ্টের, এ পরম্পরা দুঃখের। এ পরম্পরা দাগ বয়ে বেড়ানোর।
কম দেখান