বুকশপারে আপনাকে স্বাগতম!!
+88 01577230233
স্বাভাবিক ছন্দে চলা জীবনের সরলরৈখিক মোড়ে অকস্মাৎ হানা দেয় অমাবস্যার ঘোর আঁধার। ভাগ্য সারথি এমন এক দুর্ভেদ্যলীলায় মত্ত ছিল যেখানে পদে পদে লুকোনো ছিল লোমহর্ষক প্রহেলিকার আধিপত্য। ছদ্ম, সত্য নাকি অন্যরূপ? মনুষ্য খোলস ত্যাগের পর কীরকম দাঁড়ায় প্রকৃত মুখ? সে কী সত্যপ্রিয় কালঝড় নাকি অনিবার্য কোনো ধ্বংসলীলার আগমনী বার্তা?