চোখ জুড়িয়ে এলো। দু'চোখ ভরে অজস্র আলোর ঝলকানি। নিস্তব্ধ সময়। মৃগ নাভির মতো সুগন্ধময়, কুসুমের চেয়ে উজ্জ্বল এ মুহূর্ত। বুনো সবুজে ঘেরা চারিপাশ। সবুজের সাথে সবুজের প্রগাঢ় প্রেম। মুক্ত দানার মতো বিন্দু বিন্দু শিশির জমে আছে ঘাসের ডগায়। ইট পাথরের দালান কিম্বা উঁচু পাহাড় নেই এখানে। তবুও পাহাড়ের বুক চুমে...
আরো পড়ুন
চোখ জুড়িয়ে এলো। দু'চোখ ভরে অজস্র আলোর ঝলকানি। নিস্তব্ধ সময়। মৃগ নাভির মতো সুগন্ধময়, কুসুমের চেয়ে উজ্জ্বল এ মুহূর্ত। বুনো সবুজে ঘেরা চারিপাশ। সবুজের সাথে সবুজের প্রগাঢ় প্রেম। মুক্ত দানার মতো বিন্দু বিন্দু শিশির জমে আছে ঘাসের ডগায়। ইট পাথরের দালান কিম্বা উঁচু পাহাড় নেই এখানে। তবুও পাহাড়ের বুক চুমে অনবরত ঝরতে থাকা ঝর্ণার শীতল জলে এ যেন নিঃসঙ্গ ডুব। তাই তো কিছু নিঃসঙ্গতা ক্লান্তির নয়। অনুভব, বিশ্বাস আর আশার প্রদীপ হয়ে জ্বলে থাকে মনের ভিতর। প্রতিটি মানুষ প্রকৃতির খুব কাছে।
খুব আপন। প্রতিটি মানুষই তাই প্রকৃতির নিয়মে একা। নিঃসঙ্গ। রিক্ত। তাই বুঝি প্রকৃতির মতো উদার হয়ে উঠতে পারে না মানুষ। কিছু পেতে চায়। যার নাম শুরু। তাই তো নেচে ওঠে আশার প্রদীপ। হাতছানি আসে স্বপ্ন পূরণের। স্বপ্নের মাঝে তো জীবনের বাঁচা। অপ্রতিরোধ্য তারুণ্য। শুদ্ধ ভোরের উল্লাস। কিছু স্বপ্ন পূরণ হয় চোখের পলকে। তাই স্বপ্ন হয় অসীম। সুখ আর নিদারুণ ব্যথার মাঝে কিছু ভালোলাগা লুকিয়ে থাকে জনমভর। পুরনো স্মৃতি। অনেক আগের কথা।
কম দেখান