মোরশেদ সাহেব বাড়ি ফিরলেন বিকেলবেলা। ফিরেই হাসিমুখে স্ত্রীকে বললেন, ভালো একটা খবর আছে। মাত্র বিকেলের চা নিয়ে বসেছেন সাহানা। এ সময় স্বামী ফিরবে আশা করেননি। সুতরাং তিনি একটু বিব্রত হলেন। নিজে চায়ে চুমুক না দিয়ে বুয়াকে ডাকলেন। বুয়া এদিকে আস তো।
মোরশেদ সাহেব অবাক হলেন। বুয়াকে ডাকছ কেন? তোমার খাবার রেডি...
আরো পড়ুন
মোরশেদ সাহেব বাড়ি ফিরলেন বিকেলবেলা। ফিরেই হাসিমুখে স্ত্রীকে বললেন, ভালো একটা খবর আছে। মাত্র বিকেলের চা নিয়ে বসেছেন সাহানা। এ সময় স্বামী ফিরবে আশা করেননি। সুতরাং তিনি একটু বিব্রত হলেন। নিজে চায়ে চুমুক না দিয়ে বুয়াকে ডাকলেন। বুয়া এদিকে আস তো।
মোরশেদ সাহেব অবাক হলেন। বুয়াকে ডাকছ কেন? তোমার খাবার রেডি করতে বলি।
দরকার নেই। আমি এখন খাব না।
কেন? দুপুরে তো বাসায় আসনি, খেলে কোথায়?
বাইরে খেয়ে নিয়েছি। রশিদ খাওয়াল। খেতে খেতেই প্রস্তাবটা দিল। কিসের প্রস্তাব?
কম দেখান