কৌতূহলের বয়স কৈশোরকাল। এ সময় কিশোরীদের মনে নিজ শরীর নিয়ে, নারী-পুরুষের সম্পর্ক, সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়ে নানান প্রশ্ন দেখা দেয়। কিশোরীদের কিছু জানতে ইচ্ছে করলে তারা বড্ড মুশকিলে পড়ে যায়। তারা তখন এ সমস্ত বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করতে স্বস্তি বোধ করে না। আবার হুট করে বড়োদেরও এ ব্যাপারে...
আরো পড়ুন
কৌতূহলের বয়স কৈশোরকাল। এ সময় কিশোরীদের মনে নিজ শরীর নিয়ে, নারী-পুরুষের সম্পর্ক, সামাজিক রীতিনীতি ইত্যাদি বিষয়ে নানান প্রশ্ন দেখা দেয়। কিশোরীদের কিছু জানতে ইচ্ছে করলে তারা বড্ড মুশকিলে পড়ে যায়। তারা তখন এ সমস্ত বিষয় নিয়ে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করতে স্বস্তি বোধ করে না। আবার হুট করে বড়োদেরও এ ব্যাপারে জিগ্যেস করতে পারে না। তখন তারা সমবয়সী বন্ধুদের সঙ্গে আলাপ করে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তারা যেহেতু সমবয়সী তাদের অভিজ্ঞতা প্রায় একই রকমের। তাই সবসময় সঠিক উত্তর পাওয়া সম্ভব হয় না। আবার অনেকে তাদের ধারণা থেকে উত্তর দিয়ে থাকে। যা সঠিক নাও হতে পারে।
কিশোরীদের মনে যে অযুত প্রশ্ন জমা হয়ে আছে তাদের জন্য কিশোরী তোমায় জানতে হবে। এ বই কিশোরীদের মনের গহিনে জমে থাকা উত্তর খুঁজতে সাহায্য করবে। সাহায্য করবে অভিভাবকদেরও।
কিশোরীর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এবং তাকে সঠিক পথের নির্দেশনা দিতে, যারা কিশোরীর সাহচার্যে থাকেন- অভিভাবক, পরিবার, সমাজ, প্রতিষ্ঠান, রাষ্ট্র সকলকে সহায়তা করবে এ বই- কিশোরী তোমায় জানতে হবে।
কম দেখান