বইটি পড়ে কোটি কোটি মানুষ নিজেদের জীবন বদলে ফেলেছে। তাদের আচার, আচারণ, চিন্তাভাবনা, স্মার্টনেস, ব্যাক্তিত্বকে অনেক আকর্ষনীয় করে তুলেছে এই বইটি পড়ে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের কাছে যারা অতিথি হয়ে যেতেন তারা তার জ্ঞানের গভীরতা দেখে অবাক হয়ে যেতেন।
রুজভেল্ট মূলত কারো সাথে সাক্ষাৎ করার আগের রাতে ঐ মানুষটির পছন্দের বা...
আরো পড়ুন
বইটি পড়ে কোটি কোটি মানুষ নিজেদের জীবন বদলে ফেলেছে। তাদের আচার, আচারণ, চিন্তাভাবনা, স্মার্টনেস, ব্যাক্তিত্বকে অনেক আকর্ষনীয় করে তুলেছে এই বইটি পড়ে।
আমেরিকার সাবেক প্রেসিডেন্ট থিওডোর রুজভেল্টের কাছে যারা অতিথি হয়ে যেতেন তারা তার জ্ঞানের গভীরতা দেখে অবাক হয়ে যেতেন।
রুজভেল্ট মূলত কারো সাথে সাক্ষাৎ করার আগের রাতে ঐ মানুষটির পছন্দের বা আগ্রহের বিষয়টি নিয়ে পড়াশোনা করতেন এবং পরেরদিন সেসব বিষয়েই আলাপ করতেন। রুজভেল্ট জানতেন এবং অনেক বড় বড় লিডার জানেন, কোন মানুষের হৃদয়ের কাছাকাছি যাওয়ার একটি সহজ উপায় হচ্ছে এমন বিষয় নিয়ে কথা বলা যেটার উপর ঐ ব্যক্তিটি আগ্রহী।
ব্যক্তিগত সম্পর্ক এমনকি ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও আপনি যার সাথে কথা বলছেন, আপনি যদি তার আগ্রহের বিষয় বা পছন্দের বিষয় নিয়ে কথা বলেন তবে খুব দ্রুত আপনি তার বন্ধু বা প্রিয় মানুষ হয়ে উঠতে পারবেন। অন্য মানুষের পছন্দের বা আগ্রহের জায়গা নিয়ে কথা বললে আপনার যেমন উপকার হবে, তেমনি অপর মানুষটার উপকারের সম্ভাবনাও অনেক বেড়ে যাবে।
এই বইটি আপনাকে শিখাবে কিভাবে অন্যের প্রশংসা করে তার মন জয় করা যায়। ✌️
কিন্তু আমাদের মনে রাখতে হবে কারো প্রশংসা করতে গিয়ে আমরা যেন তার তোষামোদ না করি। প্রশংসা এবং তোষামোদের মূল পার্থক্য হচ্ছে, প্রশংসাটা মন থেকে আসে আর তোষামোদটা মানুষ ভান করে। মানুষ প্রতিদিন সবচেয়ে বেশি এড়িয়ে যায় অন্য কাউকে উৎসাহ দেওয়া কিংবা প্রশংসা করা থেকে।
পৃথিবীর নামিদামি অনেক বিলিয়নিয়ার ও এ বইয়ের প্রশংসা করতে ভুলেন নি। সুতরাং আপনারও উচিত হবে এই বইটি পড়া, এটি একটা চমৎকার বই।
কম দেখান