এলমা। জাতিসংঘে কর্মরত ফরাসী সেনাবাহিনীর উচ্ছল এক তরুণী। পশ্চিম আফ্রিকার বনভূমির অকৃত্রিম মাদকতা তার উদ্ভিন্ন শরীর আর মনে। দিবা? ঢাকা বিমান বন্দরে অথৈর একঝলক দেখা ছটফটে এক কৈশোর উত্তীর্ণ নারী। চঞ্চল হয়েও যার ভেতরের মনন মন্দ্রিত এক সাগরের মতো। অথৈ জাতিসংঘে কর্মরত তরুণ সেনা-অফিসার। এই পৃথিবী? প্রজন্মান্তরে, যুগ-যুগান্তে একদিকে প্রকৃতি...
আরো পড়ুন
এলমা। জাতিসংঘে কর্মরত ফরাসী সেনাবাহিনীর উচ্ছল এক তরুণী। পশ্চিম আফ্রিকার বনভূমির অকৃত্রিম মাদকতা তার উদ্ভিন্ন শরীর আর মনে। দিবা? ঢাকা বিমান বন্দরে অথৈর একঝলক দেখা ছটফটে এক কৈশোর উত্তীর্ণ নারী। চঞ্চল হয়েও যার ভেতরের মনন মন্দ্রিত এক সাগরের মতো। অথৈ জাতিসংঘে কর্মরত তরুণ সেনা-অফিসার। এই পৃথিবী? প্রজন্মান্তরে, যুগ-যুগান্তে একদিকে প্রকৃতি এবং মানুষের অপার ভালোবাসায় মুগ্ধ, অন্যদিকে মানুষেরই তৈরি করা যন্ত্রণার বেড়াজালে বিক্ষত। বিক্ষত এই পৃথিবীর ছোট ছোট ক্ষত হৃদয়ের উত্তাপ দিয়ে সারতে গিয়েই অথৈ জড়িয়ে পড়ে এলমার সঙ্গে। তার ভালোবাসার নারী দিবার প্রেরণাকে বুকে ধারণ করে অথৈ কি পারবে এলমার মোহনীয়তা অতিক্রম করতে? পারবে কি সভ্য-জগৎ থেকে হাজার কিলোমিটার গভীর অরণ্যের ভেতর থেকে ফল ব্যাককে উদ্ধারের প্রহসন নাটকের পরিসমাপ্তি ঘটাতে? নরখাদকদের সঙ্গে যুদ্ধে লিপ্ত পৃথিবীর আধুনিকতম সেনাবাহিনীর দুই নেতৃত্ব এক সময় ট্রুপস বিচ্ছিন্ন হয়ে পড়ে। সাসান্দ্রা অতিক্রম করে বর্শাবিদ্ধ এলমাকে সুরক্ষিত রাখতে পারবে কি অথৈ? অথৈর জন্য হৃদয়ের একসাগর ভালোবাসা ধারণ করা দিবা কতদিন পাণ্ডুর আর বিষন্ন সন্ধ্যা অতিক্রম করবে? দিবা যখন নিজ গর্ভের সন্তানের অস্তিত্ব টের পায় তখন বিবিসি খবর প্রচার করছে ‘নরখাদকদের খপ্পরে অথৈ-এলমা। তাদের বেঁচে থাকা অনিশ্চত। ’ আর অন্যদিকে সাসান্দ্রা অতিক্রম করে হাজার কিঃ মিঃ দূরে পেট্রিগোয়ার নির্জন আর নিবিড় বনে বর্শাবিদ্ধ এলমাকে নিয়ে প্রাণ হাতড়ে ফেরা অথৈ হঠাৎ খুঁজে পায় এক আতুর এলাকা। কাকতালীয়ভাবে যেখানে গর্ভের ভ্রুণ বিক্রি করতে আসা দক্ষিণ ভারতীয় রাখী-বোন অনিতাকে খুঁজে পায় অথৈ। আতুরঘরে অথৈ-এলমাকে আশ্রয় দেওয়ার জন্য স্থানীয় উপজাতীয় রাজা যার মৃত্যুদণ্ড নির্ধারণ করেছেন। কাকে উদ্ধার করবে অথৈ? ফল ব্যাক? আনিতা? এলমা? তারপর? অবিরত বৃষ্টিভেজা বন। অনন্ত আফ্রিকার অনিন্দ্য বনভূমি। কর্ণেল ফল ব্যাকের রহস্যময় রাজ্যে স্বামী-স্ত্রী পরিচয় দেওয়া অথৈ-এলমার বাদামি কাঠের ঘর!
প্রতিনিয়ত রহস্যভরা রোমাঞ্চকর এই জীবন অতিক্রম করে অথৈ কি পারবে দিবার কাছে ফিরে আসতে?
কম দেখান