কাছারি ঘরের কেরাম বোর্ডটা যেন কিশোর বয়সে আনন্দের কেন্দ্র ছিল সেটি নিয়েই তখন অনেক বিকাল মধুর রঙে রঙিন হয়ে গিয়েছিল। সারাদিন শেষে বন্ধুদেরকে দেখার একমাত্র সুযোগ হয়ে সেটি থাকত বয়স বাড়লে চায়ের আসরটাও সেখানেই সব সময় জমে উঠত। ঠাট্টা-মশকারি ও জমিয়ে আড্ডা মেরে আসরটিকে রেখেছি স্মৃতিঘন করে। মজার ব্যাপারটি হলো...
আরো পড়ুন
কাছারি ঘরের কেরাম বোর্ডটা যেন কিশোর বয়সে আনন্দের কেন্দ্র ছিল সেটি নিয়েই তখন অনেক বিকাল মধুর রঙে রঙিন হয়ে গিয়েছিল। সারাদিন শেষে বন্ধুদেরকে দেখার একমাত্র সুযোগ হয়ে সেটি থাকত বয়স বাড়লে চায়ের আসরটাও সেখানেই সব সময় জমে উঠত। ঠাট্টা-মশকারি ও জমিয়ে আড্ডা মেরে আসরটিকে রেখেছি স্মৃতিঘন করে। মজার ব্যাপারটি হলো আমি সেখানে ছিলাম বন্ধুদের সবার মধ্যমণি আমি আসার আগে বন্ধুরা কেন যেন কখনই আসরটিকে শুরু করেনি।
কম দেখান