আলহামদুলিল্লাহ! গত কয়েকদশক ধরে বুজুর্গানে দ্বীন ফিকির করে আসছিলেন যে, এমন একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হোক─যা একদিকে দারুল উলুম দেওবন্দের আদর্শে তা’লিম তরবিয়াতের সুমহান দায়িত্ব পালন করবে, সাথে সাথে দাওয়াত ও তাবলীগী মেহনতের সুমহান ধারার সঙ্গে সমন্বয় করে বিশ্বব্যাপী দ্বীনী খেদমত আঞ্জাম দিতে থাকবে।
আলহামদুলিল্লাহ! আল্লাহ পাকের মেহেরবানীতে উক্ত লক্ষ্যকে সামনে...
আরো পড়ুন
আলহামদুলিল্লাহ! গত কয়েকদশক ধরে বুজুর্গানে দ্বীন ফিকির করে আসছিলেন যে, এমন একটি মাদরাসা প্রতিষ্ঠা করা হোক─যা একদিকে দারুল উলুম দেওবন্দের আদর্শে তা’লিম তরবিয়াতের সুমহান দায়িত্ব পালন করবে, সাথে সাথে দাওয়াত ও তাবলীগী মেহনতের সুমহান ধারার সঙ্গে সমন্বয় করে বিশ্বব্যাপী দ্বীনী খেদমত আঞ্জাম দিতে থাকবে।
আলহামদুলিল্লাহ! আল্লাহ পাকের মেহেরবানীতে উক্ত লক্ষ্যকে সামনে রেখে পহেলা জানুয়ারী ২০১৩ ইং এ ইজতিমার ময়দানের সন্নিকটে দেশী-বিদেশী মুরুব্বীয়ানে কেরাম ও বুজুর্গানে দ্বীনের নেক দুআ ও তাওয়াজ্জুহে প্রতিষ্ঠিত হয় “আল-মাদরাসাতুল আরাবিয়া টঙ্গী”
আলহামদুলিল্লাহ! গত একদশকের পথচলায় নিজ-লক্ষ্যপানে অবিরাম এগিয়ে চলছে। এ পর্যায়ে নূরাণী, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগ [মেশকাত] পর্যন্ত কার্যক্রম চলছে।
আলহামদুলিল্লাহ! “আল-মাদরাসাতুল আরাবিয়া টঙ্গী” এর রয়েছে একটি বালিকা শাখা। “আল-মাদরাসাতুল আরাবিয়া লিলবানাত টঙ্গী” নামে। অত্যন্ত উন্নত ও মনোরম পরিবেশে এবং সম্পূর্ণ নিজস্ব ক্যাম্পাসে আমরা মেয়েদের আর্দশ নারী জাতী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট। এ বিভাগেও এখন নূরাণী, নাযেরা, হিফজ ও কিতাব বিভাগ প্লে/শিশু শ্রেণী-পঞ্চম শ্রেণী [পর্যায়ক্রমে দাওরায়ে হাদীস] পর্যন্ত কার্যক্রম চলছে।
সকল ধর্মপ্রাণ ভাই-বোনদের দুআ চাই, আল্লাহ তা’আলা যেন মাদরাসার পর্যাপ্ত জমি ক্রয় ও প্রয়োজনীয় ছাত্রাবাসের ব্যবস্থা করে দেন। কেননা ছাত্র-ছাত্রী উত্তরোত্তর বৃদ্ধি পাওয়ায় স্থান সংকুলান হচ্ছে না।
আল্লাহ সবকিছু সহজে সমাধান করে দিন। সর্বস্তরের মুসলমানদের উক্ত সদকায়ে জারিয়ায় শরীক হওয়ার তাওফিক দান করুন। আমিন।
মুহতাজে দুআঃ মুফতি আবুবকর সিদ্দিক
প্রতিষ্ঠাতা মহাপরিচালক: অত্র মাদরাসা
কম দেখান