রাজার এ আদেশ মানতে চাইছে না কৈবর্ত সম্প্রদায়। প্রথমে কানাকানি তারপরে দলে দলে লোক রাজা দিব্বোকের কাছে এসে ধর্ণা দিতে থাকল। কিন্তু দিব্বোক তার সিদ্ধান্তে অনড়। রাজ্যব্যাপী অসন্তোষ এবং সব শেষে নিঃসন্তান স্ত্রী উনছলি-র অনুরোধ ও প্রচেষ্টায় রাজা তার আদেশ প্রত্যাহার করলেন ঠিকই কিন্তু মনে প্রাণে গ্রহণ করতে পারলেন না।
তার...
আরো পড়ুন
রাজার এ আদেশ মানতে চাইছে না কৈবর্ত সম্প্রদায়। প্রথমে কানাকানি তারপরে দলে দলে লোক রাজা দিব্বোকের কাছে এসে ধর্ণা দিতে থাকল। কিন্তু দিব্বোক তার সিদ্ধান্তে অনড়। রাজ্যব্যাপী অসন্তোষ এবং সব শেষে নিঃসন্তান স্ত্রী উনছলি-র অনুরোধ ও প্রচেষ্টায় রাজা তার আদেশ প্রত্যাহার করলেন ঠিকই কিন্তু মনে প্রাণে গ্রহণ করতে পারলেন না।
তার সহজ কথা:
মানতে চাইবে না? নাইবা মানল। ওরা আমাকে মুক্তি দিক, তারপরে ওদের প্রাণ যা চায়, ওরা চায়, ওরা তাই করুক। আমার আর ভাল লাগছে না। চাইনে আমি রাজত্ব করতে। (প্রাগুক্ত) পরের দিন ওলান ঠাকুরের পূজো আর বলি। সবাই প্রস্তুত হচ্ছে মহাসমারোহে রাজাকে সামনে নিয়ে মিছিল করে ওলান ঠাকুরের বটতলায় যাবে বলি দিতে। কিন্তু সংবাদ পাওয়া গেল রাজা নেই। আদেশ প্রত্যাহার করেই তিনি পৌড়ে চলে গেছেন। সমবেত 'লোকগুলি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল'।
কাহিনি পড়তে পড়তে মন ছুটে যায় রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন নাটকের দিকে। অপর্ণার ছাগশিশু বলির প্রতিবিধান করতে রাজা গোবিন্দমানিক্যের ঘোষণা:
কম দেখান