বিভাগোত্তর বাংলা প্রধান পুরুষ কথাসাহিত্যের শওকত ওসমান (১৯১৭-১৯৯৮)। সৃষ্টির বৈচিত্র্য, বিষয়বৈভব ও শৈল্পিক উৎকর্ষের নিরিখে তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট আসনে অধিষ্ঠিত। স্বদেশ সমকালসচেতন ও মুক্তজীবনবাদী সাহিত্যিক হিসেবে চল্লিশের দশকের গোড়াতেই তিনি সুধিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর সম্পর্কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মন্তব্য করেন:
আছে সত্যের পূর্ণ স্বরূপ
চূর্ণিত পরমাণুতে,...
আরো পড়ুন
বিভাগোত্তর বাংলা প্রধান পুরুষ কথাসাহিত্যের শওকত ওসমান (১৯১৭-১৯৯৮)। সৃষ্টির বৈচিত্র্য, বিষয়বৈভব ও শৈল্পিক উৎকর্ষের নিরিখে তিনি বাংলা সাহিত্যের বিশিষ্ট আসনে অধিষ্ঠিত। স্বদেশ সমকালসচেতন ও মুক্তজীবনবাদী সাহিত্যিক হিসেবে চল্লিশের দশকের গোড়াতেই তিনি সুধিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন। তাঁর সম্পর্কে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম মন্তব্য করেন:
আছে সত্যের পূর্ণ স্বরূপ
চূর্ণিত পরমাণুতে,
আছে দেহাতীত অজানা অরূপ তোমারি ব
দ্ধ তনুতে।
'বাংলা কথাসাহিত্যে শওকত ওসমান' গ্রন্থটি এই বিরলপ্রজ লেখকের ওপর প্রথম একক বিশ্লেষণ। এ গ্রন্থে ব্যক্তি ও শিল্পী শওকত ওসমানের অন্তর্লোক ও সাহিত্যাদর্শ দেশকাল- সমাজ-সভ্যতার প্রেক্ষাপটে স্থাপন করে বিশ্লেষণ করা হয়েছে। শওকত কথাসাহিত্যের নিরাসক্ত ব্যাখ্যা, শিল্পগুণ ও ভাষাশৈলী সমীক্ষণে গ্রন্থটি যে অনুসন্ধিৎসার সকল রন্ধ্র খুলে দিতে সক্ষম হবে তা দৃঢ়তার সঙ্গেই বলা যায়।
কম দেখান