আনিস রহমান। গল্পকার। প্রাত্যহিক জীবনের বিচিত্র সংকট আর সম্ভাবনার এক গোপন অধ্যায় নিয়ে তাঁর গল্পের জগৎ এক আনন্দিত সমগ্রতা লাভ করে। কিন্তু শিশু-কিশোরদের জন্য রচিত গল্পে তিনি ভিন্ন এক জীবন-তৃষ্ণা জাগিয়ে তোলেন। যৌক্তিকতা, অযৌক্তিকতা, রোমাঞ্চ, আর কৌতূহলের যে বিপুলায়তন জিজ্ঞাসা নিয়ে শৈশব-কৈশোরের আনন্দিত জীবন রচিত হয়-আনিস রহমান সেই জীবনের এক...
আরো পড়ুন
আনিস রহমান। গল্পকার। প্রাত্যহিক জীবনের বিচিত্র সংকট আর সম্ভাবনার এক গোপন অধ্যায় নিয়ে তাঁর গল্পের জগৎ এক আনন্দিত সমগ্রতা লাভ করে। কিন্তু শিশু-কিশোরদের জন্য রচিত গল্পে তিনি ভিন্ন এক জীবন-তৃষ্ণা জাগিয়ে তোলেন। যৌক্তিকতা, অযৌক্তিকতা, রোমাঞ্চ, আর কৌতূহলের যে বিপুলায়তন জিজ্ঞাসা নিয়ে শৈশব-কৈশোরের আনন্দিত জীবন রচিত হয়-আনিস রহমান সেই জীবনের এক অনুপুঙ্খ শিল্প-ভাষ্য রচনায় ঈর্ষণীয় প্রতিভার পরিচয় রাখেন। এমন এক সহজাত শক্তিতে তিনি শিশু-কিশোরদের কৌতূহল ও কল্পনার জগৎটাকে ধরতে চেষ্টা করেন যেখানে প্রতিটি চরিত্র স্বতন্ত্র সৌন্দর্যে মহিমামণ্ডিত হয়ে ওঠে। তাঁর গল্পগুলো পাঠ করলে এই জগতের বৈচিত্র্য, বিপুলতা ও বিস্ময়কর রহস্যময়তার সৌন্দর্য অনুভব করা যায়। আনিস রহমান প্রেমিক মানুষ। তাঁর এই প্রেমবোধ ভিন্ন এক মাত্রা লাভ করে শৈশব-জীবন ও প্রকৃতিকে কেন্দ্র করে। ফলে প্রকৃতি-কেন্দ্রিক শৈশব আর প্রকৃতি-বিচ্ছিন্ন শৈশবের দ্বৈরথ তাঁর গল্পগুলোকে ভিন্ন মাত্রা দেয়। গভীর এক মমত্ববোধ থেকে তিনি শৈশবের আনন্দ-বেদনার তাৎপর্যপূর্ণ আলেখ্যে গল্পগুলোকে ঐশ্বর্যমণ্ডিত করে তুলেছেন। এ যেন শৈশব ফিরে দেখা নয়-ফিরে যাওয়া।
কম দেখান