যুদ্ধক্ষেত্র থেকে পাঁচ মাইল পিছনে আমরা তখন অবসররত। গতকালই আমাদের অব্যাহতি দেওয়া হয়। পেট আমাদের ভর্তি এখন গোমাংস আর সীম কড়াইশুঁটিতে।যুদ্ধ শেষ, আমরা সন্তুষ্ট। এছাড়া প্রতিটি সৈনিককে সান্ধ্য-আহারের জন্য দেওয়া হয়েছে ভোজন-পাত্র ভর্তি খাবার। এরকম সৌভাগ্য আমাদের হয়নি অনেকদিন। ওদিকে লাল চুলের পাচক খাবার জন্য পীড়াপীড়ি করছে আমাদের। ট্যাডেন আর...
আরো পড়ুন
যুদ্ধক্ষেত্র থেকে পাঁচ মাইল পিছনে আমরা তখন অবসররত। গতকালই আমাদের অব্যাহতি দেওয়া হয়। পেট আমাদের ভর্তি এখন গোমাংস আর সীম কড়াইশুঁটিতে।যুদ্ধ শেষ, আমরা সন্তুষ্ট। এছাড়া প্রতিটি সৈনিককে সান্ধ্য-আহারের জন্য দেওয়া হয়েছে ভোজন-পাত্র ভর্তি খাবার। এরকম সৌভাগ্য আমাদের হয়নি অনেকদিন। ওদিকে লাল চুলের পাচক খাবার জন্য পীড়াপীড়ি করছে আমাদের। ট্যাডেন আর মুলার এগিয়ে দিয়েছে দুটি হাত ধোবার বেসিন, কানায় কানায় ভর্তি খাবার, ভবিষ্যতের সঞ্চয়। ট্যাডেনের কাছে এটা গোগ্রাসে গেলার জন্যে, আর এটা মূলারের দূরদর্শিতা।
এখনো আরো উল্লেখযোগ্য ব্যাপার হলো ধূমপানের ডবল রেশন। দশটা সিগার, কুড়িটা সিগারেট বরাদ্দ করা হয়েছে প্রতিটি সৈনিকের জন্য। সত্যি কথা বলতে কী, এতসব আমাদের পাওনা নয়। প্রুশিয়ানরা এত উদার নয়।
কম দেখান