সাম্প্রতিক কালের বৈশ্বিক ঘটনাসমূহ থেকে প্রতীয়মান হয় যে, মানব সভ্যতা এক ক্রান্তিকাল (Critical Period) অতিক্রম করছে। প্রচলিত সমাজ বিজ্ঞানে এই সমস্যার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু এদের কোনোটাই প্রাকৃতিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যথাযথ নয়। এর কারণ, প্রাকৃতিক বিজ্ঞান বিবর্তনের মাধ্যমে মানব প্রজাতির উদ্ভবের ঘটনাকে বিতর্কাতীতভাবে প্রমাণ করেছে। এই...
আরো পড়ুন
সাম্প্রতিক কালের বৈশ্বিক ঘটনাসমূহ থেকে প্রতীয়মান হয় যে, মানব সভ্যতা এক ক্রান্তিকাল (Critical Period) অতিক্রম করছে। প্রচলিত সমাজ বিজ্ঞানে এই সমস্যার বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করা হচ্ছে। কিন্তু এদের কোনোটাই প্রাকৃতিক বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যথাযথ নয়। এর কারণ, প্রাকৃতিক বিজ্ঞান বিবর্তনের মাধ্যমে মানব প্রজাতির উদ্ভবের ঘটনাকে বিতর্কাতীতভাবে প্রমাণ করেছে। এই গ্রন্থে কলম্বাসের আমেরিকা আবিষ্কার পরবর্তীকালে বৈশ্বিক পরিসরে সংঘটিত জনবিধ্বংসী ঘটনাসমূহের একটি প্রাকৃতিক বৈবর্তনিক বিশ্লেষণ উপস্থাপন করা হয়েছে। ২০০৩ সালে লেখক কর্তৃক প্রণীত প্রাকৃতিক বিবর্তনের একীভূত মডেল (Unified Model of Natural Evolution)-এর ভিত্তিতে বিশ্লেষণ করলে দেখা যায় যে জনবিধ্বংসী ঘটনাসমূহ কলম্বাস আবিষ্কৃত আমেরিকায় উদ্ভূত শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ভাবধারার (White Supremacy Ideology) প্রভাবে সংঘটিত হয়েছিল। উদাহরণস্বরূপ, আমেরিকান গৃহযুদ্ধ (১৮৬১-১৮৬৫), প্রথম বিশ্বযুদ্ধ (১৯১৪-১৯১৮), দ্বিতীয় বিশ্বযুদ্ধ (১৯৩৯-১৯৪৫) এবং হলোকাস্ট (১৯৪১-১৯৪৫)। ১৭০৫ সালে ব্রিটিশ ভার্জিনিয়া কলোনিতে বর্ণবাদী আফ্রিকান কৃষ্ণাঙ্গ ক্রীতদাস প্রথার প্রচলন ও লাগামহীনভাবে আমেরিকা আদিবাসীদের ভূমি দখলÑ এই শ্বেতাঙ্গ আধিপত্যবাদী ভাবাদর্শের মূল উৎস। অন্যদিকে ১৯৩৯ সালে আমেরিকায় আশ্রয় গ্রহণকারী বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন জার্মানিতে আবিষ্কৃত ইউরেনিয়াম পরমাণুর স্বতঃষ্ফুর্ত ভাঙন (Fission) প্রক্রিয়ার সংবাদ অবগত হন। পরে তিনি স্বযাচিত হয়ে আমেরিকান প্রেসিডেন্ট ফ্রেডরিক রুজভেল্টকে এই প্রক্রিয়ার ভিত্তিতে অভূতপূর্ব বিপুল জনবিধ্বংসী পরমাণু বোমা তৈরির প্রস্তাব দিয়ে একটি চিঠি প্রেরণ করেন। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পরমাণবিক শীতল যুদ্ধের সূচনা হয়। কোরিয়ান যুদ্ধ (১৯৫০-১৯৫৩), ভিয়েতনাম যুদ্ধ (১৯৫৪-১৯৭৫) ও মধ্যপ্রাচ্য সংকট (১৯৪৮-২০২৫) আইনস্টাইনের এই অপরিপক্ক রাজনৈতিক পদক্ষেপের ফসল-- এই বিষয়ে সন্দেহ নেই। বিশ্লেষণ করলে দেখা যায়, বিবর্তনবিরোধী প্রক্রিয়ায় ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার ফলে মধ্যপ্রাচ্য সংকট উদ্বুদ্ধ হয়েছে। পরিশেষে, এই বিবর্তনবিরোধী প্রক্রিয়ার অন্তিম ফসল বুদ্ধিমত্তাভিত্তিক আধিপত্যবাদী (IQ Supremacy) জনগোষ্ঠীর উদ্ভব নিয়ে আলোচনা করা হয়েছে।
কম দেখান