জাহাঙ্গীর আলম জাহিদ গবেষক, সমালোচক, কলামিস্ট ও কথাসাহিত্যিক। তিনি ১৯৭০ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং আন্তর্জাতিক মানের গবেষণা পত্রিকায় তাঁর বহু লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রায়োগিক বাংলা বইয়ের অন্যতম লেখক ও সম্পাদক; বাংলা ভাষা-১: সাহিত্য বইয়ের সহলেখকও তিনি। তাঁর প্রকাশিত গল্প: অব্যক্ত প্রত্যাশা, উপন্যাস: ছায়া মাধুরী, নিঝুম বসন্ত, অপূর্ণ সন্ধ্যা, যখন...
আরো পড়ুন
জাহাঙ্গীর আলম জাহিদ গবেষক, সমালোচক, কলামিস্ট ও কথাসাহিত্যিক। তিনি ১৯৭০ সালে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার কৃষ্ণপুর গ্রামে নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর, এমফিল এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা এবং আন্তর্জাতিক মানের গবেষণা পত্রিকায় তাঁর বহু লেখা প্রকাশিত হয়েছে। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষা-২: ব্যাকরণ, ভাষাতত্ত্ব ও প্রায়োগিক বাংলা বইয়ের অন্যতম লেখক ও সম্পাদক; বাংলা ভাষা-১: সাহিত্য বইয়ের সহলেখকও তিনি। তাঁর প্রকাশিত গল্প: অব্যক্ত প্রত্যাশা, উপন্যাস: ছায়া মাধুরী, নিঝুম বসন্ত, অপূর্ণ সন্ধ্যা, যখন উঠেছিল পূর্ণিমার চাঁদ, সে ও মা ইত্যাদি। বাংলা একাডেমি থেকে প্রকাশিত গ্রন্থ: কুমারখালীর ভাষার সামাজিক স্তর বিন্যাস এবং বাংলাদেশের ভাষা-পরিকল্পনা পর্যালোচনা ও প্রস্তাব। বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি কর্তৃক প্রকাশিত ভাষা ও সাহিত্য বাংলাদেশ সাংস্কৃতিক সমীক্ষামালা-৬ এর অন্যতম লেখক। তিনি Journal of Social Sciences and Humanities-এর সম্পাদক ছিলেন।
তিনি জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটি’র প্রতিবেদক ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল-এর প্রতিষ্ঠাতা অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের সাবেক ডিন এবং মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্রের সাবেক পরিচালক ছিলেন।
কম দেখান