বুকশপারে আপনকে স্বাগতম !!

+88 01577230233


শরিফুল মুস্তফা মুনীর

শরিফুল মুস্তফা মুনীর

শরিফুল মুস্তফা মুনীর জন্ম অগ্রহায়ণ ২৮, ১৩৭৪ (ডিসেম্বর ১৫, ১৯৬৭) টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার বেলদহ গ্রামে। রংপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসসি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন। আঁকা আর আবৃত্তি তার আ-শৈশবের শখ। ক্যাডেট কলেজেই লেখার হাতেখড়ি। জীবনে বেশ খানিকটা পথ উলটো হেঁটে ২০১১-তে এই সেনা কর্মকর্তা কর্মজীবন হতে অবসর নিয়ে ছোটগল্প লিখতে শুরু করেন। ‘নিশীথ কুসুমের গন্ধ’ তার প্রথম উপন্যাস।