বুকশপারে আপনকে স্বাগতম !!

+88 01577230233


এম আহসান আল মাহীর

এম আহসান আল মাহীর

এম আহসান আল মাহীর ছোটবেলা থেকেই আঁকতে ভালোবাসেন। ২০১৩ সালে প্রথম গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণের পর তার আঁকার বিষয় প্রাকৃতিক দৃশ্য থেকে পরিণত হয় জ্যামিতির রেখা-বিন্দুতে। ২০১৬ সালে প্রথম জাতীয় গণিত ক্যাম্প থেকে তার আন্তর্জাতিক অঙ্গনে বিচরণ। তখন থেকে মোট ৮টি পদক অর্জন করেন আইএমও, এপিএমওসহ বিভিন্ন আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে। মা মোসা. মাহফুজা আখতার, বাবা এস এ মালেক। বর্তমানে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে গণিত ও কম্পিউটারবিজ্ঞানে পড়াশোনা করছেন। ভবিষ্যতে তিনি একজন গণিতবিদ হতে চান।